চাকরির নামে প্রতারণা, মন্দারমণি থেকে ধৃত দম্পতি

0
1

প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি। রেলে চাকরি দেওয়ার নাম করে বেকার যুবক-যুবতী কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করল চন্দননগর কমিনারেটের পুলিশ (Police)। ধৃতদের নাম বাসুদেব গড়াই ও তনয়া গড়াই (Basudev Garai-Tania Garai)। পূর্ব মেদিনীপুরের মন্দারমণি থেকে গ্রেফতার করা হয় ওই দম্পতিকে।

অভিযোগ, রেলে চাকরি দেওয়ার নাম করে হুগলির ভদ্রেশ্বর-সহ অনেক এলাকার যুবক-যুবতীর থেকে লক্ষ লক্ষ টাকা নেন বাসুদেব গড়াই ও তনয়া গড়াই। ভদ্রেশ্বরেরই কাটাডাঙার একটি আবাসনে বসবাস শুরু করেন তাঁরা। যুবক-যুবতীদের বিশ্বাস অর্জনের জন্য অভিনব পন্থাও নেন ওই দম্পতি। চাকরি না পেলে টাকা ফেরত দেওয়া হবে, এই মর্মে কোর্ট পেপারে লিখে দেন তাঁরা।

আরও পড়ুন- আইপিএলে দুই নতুন দলের বিক্রির নিলাম হতে পারে অক্টোবরে : সূত্র

অভিযোগ, টাকা দেওয়ার পরে দীর্ঘদিন কেটে গেলেও চাকরি পাচ্ছিলেন না যুবক-যুবতীরা। একসময় তাঁরা জানতে পারেন ওই আবাসনে আর বসবাস করছে না গড়াই দম্পতি। এরপরেই ভদ্রেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন চাকরিপ্রার্থীরা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ভদ্রেশ্বর থানা ও গৌরহাটি ফাঁড়ির পুলিশ।

তদন্তে নেমে গড়াই দম্পতির খোঁজ শুরু করে পুলিশ। মোবাইলের টাওয়ার লোকেশন থেকে জানা যায় পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে রয়েছেন তাঁরা। এরপরেই পুলিশ অভিযান চালিয়ে মন্দারমণি থেকে গ্রেফতার করে তাঁদের। ধৃতদের জিজ্ঞাবাদ করে এই চক্রে আরও কেউ জড়িত কি না তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন- ‘স্যার আমার বোনকে বাঁচান’, অফিসারের গাড়ির সামনে বসে আর্তি ডেঙ্গি আক্রান্তের দিদির

advt 19