একই পরীক্ষায় বসেছিলেন ভাই-বোন দু’জন একইসঙ্গে। আর ফলাফল বেরোতেই দু’জনেরই মুখে হাসি। অভাবনীয় কৃতিত্বের স্বাক্ষর রাখলেন দু’জনেই। সর্বভারতীয় পরীক্ষায় একজন টপার আর অন্যজন ১৮স্থানাধিকারী। আনন্দে আত্মহারা পরিবার।
আরও পড়ুন:আগামী সপ্তাহেই কোভ্যাকসিনকে স্বীকৃতি দিতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
সিএ পরীক্ষায় বসেছিলেন মধ্যপ্রদেশের বাসিন্দা বছর উনিশের নন্দিনী আগরওয়াল ও সচিন আগরওয়াল। মোরেনা জেলায় বসেছিলেন দু’জনই। সোমবারই পরীক্ষার ফল বেরোতেই পরীক্ষার ফলাফল জেনে আনন্দিত দুজনের পরিবারের সকলেই। নন্দিনী অল ইন্ডিয়া টপার, তাঁর প্রাপ্ত নম্বর ৮০০-এর মধ্যে ৬১৪ এবং তাঁর দাদা পরীক্ষায় ১৮তম স্থানে রয়েছেন। ভাইবোনের অভাবনীয় কৃতিত্বে স্বভাবতই খুশি তাঁরা দুজনেই।
বিরল সাফল্য প্রসঙ্গে নন্দিনি জানালেন, ‘সেই স্কুল লেভেল থেকেই আমি আর দাদা একসঙ্গে পড়াশোনা করে এসেছি। আমরা IPCC এবং CA ফাইনালের জন্যও একত্রে প্রস্তুতি নিয়েছিলাম।’ সর্বভারতীয় পরীক্ষায় অভাবনীয় কৃতিত্বের স্বাক্ষর রাখতে পেরে খুশি সচিনও।































































































































