‘মা’ কার? তাই নিয়ে তরজা তুঙ্গে। এখানে মা উড়ালপুল নিয়ে টানাটানি চলছে। গতকাল ফেসবুকে এক ব্যঙ্গচিত্র পোস্ট করেন সিপিএমের রাজ্য সাধারণ সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সেখানে দেখা যাচ্ছে, পরমা উড়ালপুল প্ল্যাকার্ড হাতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মমতা বন্দোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর তা হয়ে গেল ‘মা’। এখন যোগী আদিত্যনাথ তা দেখাচ্ছেন উত্তমপ্রদেশের উড়ালপুল হিসেবে। ছবির ক্যাপশনে লেখা ‘মিথ্যার কি অপার মহিমা’। এই পোস্টের বিরোধিতা করে তৃণমূল নেতা কৃশানু মিত্র আরেকটি পোস্ট করেছেন।
আরও পড়ুন: পুজোর আগেই সুখবর, ফের বাড়ানো হচ্ছে মেট্রো
কৃশানু তিনি লিখেছেন, “#মা তো সবার। আপনাদের আমলের ‘মা’ নাকি তৃণমূল আমলের ‘মা’, সেটা বিষয়ই না। বিষয় হল সেই ‘মা’ আছে কেমন? আপনাদের সময় এই সকল ‘মা’ ছিল মলিন বেশে, রুগ্ন, চিকিৎসা বিহীন, অযত্নে। আর দিদি সেই মায়েদের রেখেছেন মাথায় করে। চকচকে, ঝকঝকে, আলোয় আলোয় আলোকিত। যে মায়ের বৈভব, জেল্লা দেখে অতি কুলাঙ্গার (স্বজাতীয় বা বিজাতীয়) ছেলেরও মুখ থেকে বেরিয়ে পড়ে, ‘এটা আমার মা’। যদিও সেই কুলাঙ্গার কোনোদিন মা কে দেখেনি, দুমুঠো অন্নতো দূরহস্ত, উল্টে সেই মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল। উল্টোডাঙা উড়ালপুল থেকে মাঝেরহাট ব্রীজ হয়ে টালা ব্রীজ.. তালিকা শেষ হওয়ার নয়। তাই ‘মা’ যে আমাদের সবার, তাতে কোনো দ্বিমত নেই। কিন্তু আমাদের দিদি হলেন সেই মায়ের সুসন্তান, লক্ষী মেয়ে আর আপনারা (ব্যক্তিগত ভাবে আপনাকে সম্মান জানিয়ে বলছি) অপগন্ড কুলাঙ্গার।
–
? #মা_কি_তোর_একার_রে_পাগলা !!!”