মাত্র ৬ মাস। তার মধ্যে বদল হল বিজেপি শাসিত তিন রাজ্যের চারজন নির্বাচিত মুখ্যমন্ত্রী! বিজেপির শীর্ষ নেতৃত্ব উত্তরাখণ্ডেই মুখ্যমন্ত্রী বদলেছে দু’বার। কর্ণাটকে একসময়ের অবিসংবাদী নেতা ইয়েদুরাপ্পাকেও মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়েছে পদ্ম শিবির। এবার প্রধানমন্ত্রীর নিজের রাজ্য গুজরাটেও একরকম চাপে পরেই ইস্তফা দিয়েছেন বিজয় রূপানি। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।
বারবার মুখ্যমন্ত্রী বদল কেন?
দিন দিন দলের সদস্য বাড়ছে বলে দাবি বিজেপির। দলের সদস্য বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে অন্তর্দ্বন্দ। মাঝে মাঝে দলের সদস্যদের ওপর শীর্ষ নেতৃত্বের ক্ষোভ প্রকাশ পাচ্ছে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, কর্ণাটক, গোয়া, মধ্যপ্রদেশ, রাজস্থান, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ- সমস্ত রাজ্যে বিজেপির কোন্দল প্রকাশ্যে। বিজেপির নেতারা কেন্দ্রীয় নেতৃত্বকেও এখন অবজ্ঞা করছেন অনেক রাজ্যে। কোনও রাজ্যেই মো-শা জুটির নির্দেশ বেদবাক্যের মতো মেনে নেওয়া হচ্ছে না। বরং কলহ দিন-দিন প্রকটতর হচ্ছে। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এই কলহ সামাল দেওয়া রীতিমতো চ্যালেঞ্জের হয়ে দাঁড়াচ্ছে নরেন্দ্র মোদি এবং অমিত শাহের কাছে।
আরও পড়ুন-অর্জুন গড়ে বিরাট ভাঙন বিজেপির, তৃণমূলে মণীশ শুক্লা ঘনিষ্ঠ দুই নেতা
রাজ্যের প্রভাবশালী নেতাদের (মুখ্যমন্ত্রীদেরও) মোদি এবং শাহরা স্পষ্ট বার্তা দিচ্ছেন, ‘তোমাকে আমাদের পছন্দ নয়। তাই আসতে পার।’। গোষ্ঠী দ্বন্দ্বে মেতে থাকলে দল যে তা বরদাস্ত করবে না, সেটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে বিজেপির শীর্ষ নেতারা।












































































































































