বাতিল হয়ে যাওয়া পঞ্চম টেস্টের ভবিষ্যৎ জানতে আইসিসির কাছে চিঠি দিতে পারে ইসিবি

0
1

ম‍্যাঞ্চেস্টারে ( Manchester )বাতিল হয়ে যাওয়া ভারত-ইংল‍্যান্ড( India-England) পঞ্চম টেস্টের ভবিষ্যৎ জানতে আইসিসির( icc) কাছে চিঠি দিতে পারে ইংল‍্যান্ড ক্রিকেট বোর্ড( ecb)। সূত্রের খবর বাতিল হয়ে যাওয়া পঞ্চম টেস্ট আদৌ খেলা হবে কিনা? কিংবা সিরিজের ভবিষ্যৎ কী? এছাড়াও টেস্ট বাতিল হওয়ায় যে আর্থিক ক্ষতি হয়েছে ইসিবির, তা সব বিষয় নিয়ে ইতিমধ্যেই আইসিসিকে চিঠি পাঠিয়েছে ইসিবি। যদিও আইসিসি-র তরফে এখনও চিঠি পাওয়ার কথা স্বীকার করা হয়নি।

পঞ্চম টেস্টের আগেই ভারতীয় দলের এক সাপোর্ট স্টাফ যোগেশ পারমার  করোনা ধরনা পড়ায়, পঞ্চম টেস্ট খেলতে রাজি হয়নি টিম ইন্ডিয়া। কারণ তাঁর সংস্পর্শে ছিলেন বেশ কিছু ক্রিকেটার। যদিও তাঁদের করোনা পরীক্ষার ফল যদিও নেগেটিভ এসেছিল। এরপরই পঞ্চম টেস্ট বাতিল করে দেওয়া হয়।

আরও পড়ুন:ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন এমা রাডুকানু