আফগানিস্তানেই সুরক্ষিত আছেন মাসুদ দাবি এনআরএফ-এর

0
3

কাবুল দখলের পর বেশ রক্তক্ষয় করেই পঞ্জশির দখল করেছে তালিবান। পঞ্জশির লড়াইয়ে তালিবানের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্বদানকারী আহমেদ মাসুদের  বাড়িতে ঢুকে ছবিও তোলে তালিবানরা। এমনকি চাউড় হয় আফগানভূমি ছেড়ে পালিয়েছেন মাসুদ। যদিও সেই দাবিকে খারিজ করে এক সংবাদসংস্থা ফার্সের দাবি, আফগানিস্তানেই সুরক্ষিতভাবে রয়েছেন মাসুদ। তাঁকে নিয়ে চাউড় করা সংবাদ সম্পূর্ণ মিথ্যা।

আরও পড়ুন:আমন্ত্রণ নেই ভারতের ,চিন, রাশিয়া-সহ এশিয়ার ৫ দেশের গুপ্তচর প্রধানদের সঙ্গে বৈঠক ISI প্রধানের

ন্যাশনাল রেজিসটেন্স ফোর্স (এনআরএফ) -এর এক কমান্ডার জানান, তালিবানরা দাবি করেছে ইতিমধ্যেই পঞ্জশির উপত্যকা দখল নিয়েছে তারা। তবে তা সম্পূর্ণ মিথ্যা। পঞ্জশিরের ৭০ শতাংশ তালিবান দখল করলেও উপত্যকা এখনও সুরক্ষিত রয়েছে। নআরএফ দাবি করেছে, পঞ্জশির উপত্যকা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে তালিবান। কিন্তু তাদের বাহিনীও জোরদার মোকাবিলা করছে।

advt 19