ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন এমা রাডুকানু

0
1

ইউএস ওপেনে( Us Open) ইতিহাস গড়লেন এমা রাডুকানু(Emma Raducanu)। ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়লেন তিনি। যোগ্যতা নির্ণায়ক পর্বে খেলে উঠে আসা কোনও টেনিস খেলোয়াড় এর আগে গ্র্যান্ডস্ল্যাম জিততে পারেননি, রাডুকানুই প্রথম। এদিন ফাইনালে তিনি হারালেন লেইলা ফার্নান্দেজকে। ম‍্যাচের ফলাফল ৬-৪, ৬-৩। মাত্র ১৮ বছর বয়সে গ্র‍্যান্ড স্লাম জিতলেন রাডুকানু।

ম‍্যাচে এদিন শুরু থেকেই দাপট দেখান রাডুকানু। প্রথম সেটেই দু’বার লেইলার সার্ভিস ভেঙে সেট জেতেন রাডুকানু । দ্বিতীয় সেটে ম্যাচ পয়েন্ট বাঁচাতে পারলেও নিজের হার বাঁচাতে পারেননি লেইলা। সেরিনা উইলিয়ামসের পর দ্বিতীয় মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে একটিও সেটে না হেরে চ্যাম্পিয়ন হলেন রাডুকানু ।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস