টি-২০ বিশ্বকাপ থেকে বাদ পড়ার মাঝেও আইপিএলে খেলতে মুখিয়ে ধাওয়ান

0
3

সদ‍্য বিবাহ বিচ্ছেদের পরই, টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল থেকেও বাদ পড়তে হয়েছে তাঁকে। তবে এরই মাঝে আবারও ব্যাট হাতে নেমে পড়লেন শিখর ধাওয়ান( Shikar dhawan)। আইপিএলের ( Ipl) প্রস্তুতিতে দিল্লি ক্যাপিটালসের হয়ে অনুশীলনে নেমে পড়লেন ধাওয়ান। মাঠে নেমে বললেন, ব‍‍্যাট হাতে নামতে পেরে উচ্ছসিত। সংযুক্ত আরব আমিরশাহীতে ম্যাচ খেলতে নামতে মুখিয়ে রয়েছি।

অনুশীলনে ফিরে ধাওয়ান দিল্লি ক্যাপিটালসের সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎকারে বলেন, “মাঠে ফিরতে পারে দারুণ লাগছে। দলের মধ্যেকার পরিবেশ খুবই ভাল এবং সকলেই কঠোর পরিশ্রম করছে। আসন্ন আইপিএল ম্যাচগুলিতে মাঠে নামার জন্য আমি মুখিয়ে আছি।”

আইপিএলের দ্বিতীয় পর্বে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করতে চলেছে দিল্লি ক‍্যাপিটালস।

আরও পড়ুন:এবার কউন বনেগা ক্রোড়পতিতে সোনার ছেলে নীরজ এবং ব্রোঞ্জ পদক জয়ী শ্রীজেশ