করোনা নিয়ন্ত্রণে, পুজোতে ঘুরে দাঁড়াতে মরিয়া কুমোরটুলি  

0
3

করোনার ভ্রূকুটিকে সঙ্গে নিয়েই ধীরে ধীরে কর্ম ব্যস্ততায় ফিরছে কুমারটুলি পাড়া।২০২০ সালে মহামারির প্রকোপে আর্থিক মন্দার কারণে প্রতিমা শিল্পীদের স্বাভাবিক জীবন যথেষ্ট ব্যাহত হয়েছে ।

এ বছর দুর্গাপূজায় কিছুটা লাভের আশায় দিন গুনছেন শিল্পীরা।কুমারটুলীর শিল্পীমহল থেকে জানা যায় যে,২০২১ এর আগস্ট মাস পর্যন্ত প্রতিমার তেমন বায়না না এলেও,সেপ্টেম্বরের শুরুর দিক থেকে পরিস্থিতি বদল হয়েছে । গতবছর পুজো কমিটি গুলির বাজেটের কাটছাঁটের জন্য ছোটো এক চালার প্রতিমার চাহিদা তুঙ্গে ছিলো।
কিন্তু এবছরে একাধিক পুজো কমিটি বড়ো ঠাকুরের বায়না দেওয়ায় স্বাভাবিক ভাবে শিল্পীদের মুখে সামান্য হলেও হাসি ফুটেছে।
জ্বালানি দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে কুমারটুলীর মূর্তি গড়ার সামগ্রী, সাজসজ্জার সরঞ্জামের উপরেও যথেষ্ট প্রভাব ফেলেছে।পশ্চিমবঙ্গ সরকারের করোনা টিকাকরণ শিবিরের ভূয়সী প্রশংসা শোনা যায় শিল্পীদের মুখে।
এছাড়া তারা সকল দর্শনার্থীদের উদ্দেশ্যে দ্রুত ভ্যাকসিন নেওয়ার এবং সচেতনতার সাথে দুর্গাপুজো উপভোগ করার আর্জি জানিয়েছেন।

 

advt 19