সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে বিধাননগরে চালু হল ‘আপনার ব্লকে আপনার কো-অর্ডিনেটর’। বিধানগর কর্পোরেশনের প্রশাসক মন্ডলীর প্রধান ও ২৯ নং ওয়ার্ডের বর্তমান কো -অর্ডিনেটর কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty) তাঁর ওয়ার্ডে এটি চালু করেছেন। রবিবার সিজে ব্লকের আাবাসিকদের সঙ্গে আালাপ-আালোচনা করেন তিনি। ব্লকে রাস্তা, আলো, পানীয় জল, নিরাপত্তা ব্যাবস্থা সহ একাধিক বিষয়ে বাসিন্দাদের মতামত, অভাব-অভিযোগ শোনেন তিনি। সেই অনুযায়ী ব্যাবস্থা নেওয়ারও আশ্বাসও দেন।

কৃষ্ণা চক্রবর্তী জানিয়েছেন, এই ধরনের আলোচনায় মানুষ যেমন তাদের সুবিধা অসুবিধা সরাসরি জানাতে পারে একইসাথে তাদের সঙ্গে জনসংযোগের কাজটাও হয়। এতে সাধরণ মানুষ তাদের জনপ্রতিনিধিদের ওপর ভরসা রাখতে পারেন। তিনি প্রথম চালু করলেও ধীরে ধীরে গোটা বিধাননগরন কর্পোরেশন এলাকাতেই এটা চালু হবে।
আরও পড়ুন- রাতারাতি মন্দির ভেঙে পরিষ্কার জায়গা, অভিযোগের তির কর্নাটকের বিজেপি সরকারের বিরুদ্ধেই

































































































































