৩৩ ঘন্টা ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে হার মানলেন মুম্বইয়ের(Mumbai) নির্যাতিতা। রাজওয়াড়ি হাসপাতালে শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। হাসপাতালের(Hospital) তরফে জানানো হয়েছে, নৃশংস অত্যাচার চালানো হয়েছিল মহিলার উপর। যৌনাঙ্গে রড ঢুকিয়ে দেওয়া হয়েছিল। নৃশংস অত্যাচারের জেরেই মৃত্যু হয়েছে নির্যাতিতার।
শুক্রবার ভোরে মুম্বই পুলিশের(Mumbai Police) কাছে খবর আসে মুম্বইয়ের সাকি নাকা এলাকায় টেম্পার ভিতর এক মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। সেইমতো তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলাকে উদ্ধার করে প্রদেশ। দ্রুত তাকে ভর্তি করা হয় হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হল না। প্রায় ৩৩ ঘণ্টা ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন নির্যাতিতা। চিকিৎসকরাও তাকে বাঁচানোর সাধ্যমত চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২ বছর বয়সী ওই মহিলার।
আরও পড়ুন:সাতসকালেই চেতলায় ডোর টু ডোর প্রচারে ফিরহাদ হাকিম
এদিকে এই ঘটনায় পুলিশ জানিয়েছে, এলাকার সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত ৪২ বছর বয়সী মোহিত চৌহানকে। তার বিরুদ্ধে ধর্ষণের পাশাপাশি খুনের চেষ্টার মামলাও রুজু করা হয়েছে। কিন্তু কেন ওই মহিলাকে এ ভাবে নৃশংস ধর্ষণের শিকার হতে হল, তা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত চলছে। অভিযুক্ত মোহিতের সঙ্গে আরও বেশ কয়েকজন এই ঘটনায় যুক্ত রয়েছে বলে সন্দেহ প্রকাশ করছে পুলিশ। শীঘ্রই তাদেরকে গ্রেফতার করা হবে বলেও আশ্বস্ত করা হয়েছে।