ফের টুইট বিতর্কে রাজ্যপাল! এবার বিখ্যাত রাজস্থানি কবি কানাইয়ালাল শেঠিয়ার (Kanhaiyalal Sethia) জন্মবার্ষিকীকে ‘মৃত্যুবার্ষিকী’ লিখে টুইট করে বসলেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। আর সেই টুইটের ভুল ধরে পালটা টুইট করে রাজ্যপালকে খোঁচা দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। যদিও এরপরই টুইট সংশোধন করে ফের টুইট করেন রাজ্যপাল।
শনিবার ছিল রাজস্থানি কবি কানহাইয়ালাল শেঠিয়ার ১০২তম জন্মবার্ষিকী। তাঁকে শ্রদ্ধা জানিয়ে এ দিন সকালে টুইটে করেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। লেখেন, ‘কিংবদন্তি কানাইয়ালাল শেঠিয়ার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী। তিনি রাজস্থানি ও হিন্দি ভাষার বিশিষ্ট কবি। রাজস্থানি ভাষাকে সংবিধানের অন্তর্ভূক্ত করায় তাঁর সমর্থন ছিল প্রবল। তাঁর সংবেদনশীল লেখনী মানুষের হৃদয় স্পর্শ করে।’
https://twitter.com/jdhankhar1/status/1436595516863758340?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1436595516863758340%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbengali.indianexpress.com%2Fwest-bengal%2Fgovernor-jagdeep-dhankhar-tweet-controversy-about-rajasthan-poet-kanhaiyalal-sethia-351047%2F
এরপরই পাল্টা টুইট করেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তৃণমূলের মহাসচিব পাল্টা টুইটে লেখেন, ‘মহামান্য রাজ্যপাল, আপনার অজ্ঞতা কোথায় লুকোবেন? রাজস্থানে জন্মেও আপনি কী করে প্রখ্যাত কানাইয়ালাল শেঠিয়ার ১০২ তম জন্মবার্ষিকীকে মৃত্যুবার্ষিকী বলে ভুল করলেন? নাকি দেশের কৃতীদের অপমান করাটাই আপনার ঐতিহ্য?’
আরও পড়ুন- কালীঘাটে পুজো-তথাগত রায়ের আশীর্বাদ-হেস্টিংসে বৈঠক সেরে প্রচারে নামলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল
His excellency @jdhankhar1, where will you hide your IGNORANCE?
Born in Rajasthan, how can you refer to the eminent poet Shri Kanhaiyalal Sethia’s 102nd birth anniversary as his death anniversary?
Or is it your tradition to insult
the scholars of this country? https://t.co/waPdmIbxsR— Partha Chatterjee (@itspcofficial) September 11, 2021
পার্থ চট্টোপাধ্যায়ের এই টুইটের পরই নিজের ভুল বুঝতে পেরে তড়িঘড়ি ওই টুইটটি ডিলিট করে দেন রাজ্যপাল। পরে যদিও কানাইয়ালাল শেঠিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আরেকটি টুইট করেন তিনি।
আরও পড়ুন- বিধবারা আবার বিয়ে করলেও আগের স্বামীর সম্পত্তির অধিকারী হবেন! জানাল আদালত

































































































































