ভারত-ইংল‍্যান্ড পঞ্চম টেস্ট বাতিল হওয়ায় ক্ষুব্ধ ইংল‍্যান্ড ক্রিকেটাররা

0
2

ভারত-ইংল‍্যান্ড ( India-England)পঞ্চম টেস্ট বাতিল হওয়ায় ক্ষুব্ধ ইংল‍্যান্ড( England) ক্রিকেটাররা। একটি ইংল‍্যান্ড সংবাদমাধ্যমের খবর অনুযায়ী পঞ্চম টেস্টে ভারত( India) খেলতে না চাওয়ায় অখুশি ইংল্যান্ডের ক্রিকেটাররা। এমনকি, এও খবর, এক ইংরেজ ক্রিকেটার আসন্ন আইপিএল ২০২১ ( Ipl 2021)এর দ্বিতীয় পর্ব থেকে নিজের নাম তুলে নিতে চলেছে।

ইংল‍্যান্ড সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইংল‍্যান্ড ক্রিকেটাররা মনে করছেন করোনার বিধিনিষেধ ঠিক মতন মানছে না ভারতীয় ক্রিকেটাররা। রেস্টুরেন্ট খেতে যাচ্ছে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর এই কারণেই করোনার সংক্রমণে ভারত ভুগছে বলে তাদের দাবি। সূত্রের খবর ভারত পঞ্চম টেস্ট না খেলায় এক ইংল‍্যান্ড ক্রিকেটার এত ক্ষুব্ধ যে, আইপিএল দ্বিতীয় পর্বে খেলতে চাইছেন না এক ক্রিকেটার।

এদিকে সূত্রের খবর পঞ্চম টেস্ট শেষ হওয়ার পর আইপিএল খেলতে ভারত-ইংল‍্যান্ডের ক্রিকেটারদের চার্টার বিমানে সংযুক্ত আরব আমিরশাহিতে উড়িয়ে আনার কথা থাকলেও, কিন্তু ম‍্যাচ বাতিল হওয়ার কারণে ব‍‍ানিজ‍্যিক বিমিনে আমিরশাহিতে আনার পরিকল্পনা করছে আইপিএল ফ্র‍্যাঞ্চাইজিগুলি।

আরও পড়ুন:ইউএস ওপেনের ফাইনালে নোভাক জোকোভিচ