দলবদলে একের পর এক চমক দিয়ে চলেছে এসসি ইস্টবেঙ্গল ( Sc EastBengal)। দেশীয় স্কোয়াড গড়ার পর এবার বিদেশী স্কোয়াডও গড়ে ফেলছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। এদিন প্রথম বিদেশি ফুটবলারের নাম ঘোষণা করল এসসি ইস্টবেঙ্গল। স্লোভেনিয়ার মিডফিল্ডার আমির ডেরভিসেভিচকে( Amir Dervisevic) সই করাল এসসি ইস্টবেঙ্গল।
শনিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করে এসসি ইস্টবেঙ্গল। ২৯ বছরের এই স্লোভেনিয়ান ফুটবলার এক বছরের চুক্তিতে আসলেন লাল-হলুদে।
🤝DONE DEAL🤝
🇸🇮 Slovenian playmaker 𝐀𝐦𝐢𝐫 𝐃𝐞𝐫𝐯𝐢š𝐞𝐯𝐢ć has decided to pull the strings in the middle of the park for 🆄🆂 this season.#Torchbearers, our FIRST foreign signing is in the house 😍 🔴🟡#AmirIsOurs #JoyEastBengal #WeAreSCEB #HerolSL pic.twitter.com/gLMFb6XF1S
— East Bengal FC (@eastbengal_fc) September 11, 2021
এদিকে লাল-হলুদে যোগ দিয়ে উচ্ছসিত আমির ডেরভিসেভিচ। বললেন, ডার্বির কথা অনেক শুনেছি। ডার্বিতে নামতে মুখিয়ে। এদিন লাল-হলুদের ওয়েবসাইটে সাক্ষাৎকারে তিনি বলেন,” আমি খুবই খুশি এসসি ইস্টবেঙ্গল যোগ দিতে পেরে। এটি আমার কাছে এক নয়া চ্যালেঞ্জ এবং আমি আশা করব আমার নয়া সহ খেলোয়াড় ও টেকনিকাল স্টাফদের সাথে একটি ভালো মরশুম পেতে চলেছি। আমার মূল লক্ষ্য হল ইতিহাসে সমৃদ্ধ এই ক্লাবের হয়ে প্রতিটি ম্যাচ লড়ে জেতা। কারণ আমি জানি এই দলের এবং নয়া কোচের জেতার মানসিকতা রয়েছে। আমি ডার্বির কথা শুনেছি। আমি মুখিয়ে রয়েছি ডার্বিতে নামতে। আমি অনেক বছর স্লোভেনিয়ার সেরা ডার্বির অংশ থেকেছি। আমি এই আবেগ জানি। এর সমর্থকদের কাছে এর গুরুত্ব কতটা, তা আমি জানি।”
চলতি বছরে স্লোভেনিয়ার প্রথম ডিভিশনের ক্লাব এনকে মারিবরে শেষবার খেলেছিলেন ডেরভিসেভিচ। চুক্তি শেষ হয়ে যাওয়ায় ফ্রি এজেন্ট হিসেবে যোগ দিলেন এসসি ইস্টবেঙ্গলে। জাতীয় দলের হয়ে খেলেছেন ছয়টি ম্যাচ।
আরও পড়ুন:আইসিইউতে পেলে, অস্ত্রোপচার করে বাদ দেওয়া হল টিউমার