করোনার প্রকৃত আঁতুড়ঘর কোনটা জানতে জিনপিং -বাইডেন দীর্ঘ বৈঠক

0
1

করোনার আঁতুড়ঘর কোথায় কোথায় তা জানতে এবার সরাসরি নিজেরা কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) ও চিনের প্রেসিডেন্ট জি জিনপিং (Xi Jinping)। হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে ফোনে তাঁদের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়েছে। আলোচনা হয়েছে করোনার মূল উৎস নিয়ে। হোয়াইট হাউসের তরফ থেকে এই কথোপকথনের বিষয়টি সামনে আনা হয়েছে। শুক্রবার এই দুই রাষ্ট্রনেতার মধ্যে কথা হয়েছে বলে হোয়াইট হাউসের তরফে জানিয়েছেন প্রেস সেক্রেটারি জেন সাকি। তিনি জানিয়েছেন, করোনার উৎস নিয়ে তদন্ত করার বিষয়ে কথা হয়েছে দু’জনের। তবে এই বিষয়ে ঠিক কী কথা হয়েছে, সেই বিস্তারিত তথ্য এখনই প্রকাশ্যে আনা যাবে না ।

জানা গিয়েছে ৯০ মিনিট অর্থাৎ প্রায় দেড় ঘণ্টা কথা হয় বাইডেন ও জিনপিং-এর। গত সাত মাসে প্রথমবার এই কথোপকথন হল। আমেরিকার তরফে এক আধিকারিক জানিয়েছেন, চিন যদি ভাইরাসের উৎস খোঁজার ক্ষেত্রে সাহায্য না করে, তার জন্য চিনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে কি না, সেই আলোচনা করেননি বাইডেন। অন্যদিকে, হোয়াইট হাউস সূত্রে খবর, জিনপিং এই বিষয়ে বলেছেন যাতে দুই দেশ পরস্পরের প্রতি সম্মান বজায় রাখে ও দুই দেশের মধ্যে যে ফারাক আছে সেটার ক্ষেত্রেও সামঞ্জস্য রাখে

advt 19