ছাত্র আন্দোলনের রেশ এখনো কাটেনি । এখনো স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি রবি ঠাকুরের স্বপ্নের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (visvabharati university) । তারই মধ্যে আবার নতুন করে বিতর্কে ইন্ধন দিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (bidyut chakraborty) । শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে সাসপেন্ড হওয়া অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যের সাসপেনশনের মেয়াদ আরও একমাস বৃদ্ধি করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে অর্থনীতির এই অধ্যাপককে। ৬ সেপ্টেম্বর থেকেই কার্যকরী হয়েছে বর্ধিত মেয়াদ। ফলে আবার নতুন করে বিতর্ক শুরু হলো বলে মনে করা হচ্ছে।
পাঠভবনের অধ্যাপিকা নিয়োগ সংক্রান্ত বিষয় স্বচ্ছতার অভাব রয়েছে এই অভিযোগ তোলেন অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য।
নিয়োগে একাধিক বেনিয়ম ছিল এমনই অভিযোগ এনে বিশ্বভারতীর আচার্য প্রধানমন্ত্রী,(chancellor, prime minister) , পরিদর্শক রাষ্ট্রপতি, এবং প্রধান অর্থাৎ রাজ্যপাল এবং সহ উপাচার্য (Vice Chancellor) বিদ্যুৎ চক্রবর্তীকে চিঠি দিয়েছিলেন অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য। নিয়োগ সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনায় সংশ্লিষ্ট অধ্যাপিকার মানহানি হয়েছে এই অভিযোগে অর্থনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে সাসপেন্ড করে কর্তৃপক্ষ। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর তত্ত্বাবধানে কর্মসমিতির বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারি মাসে সাসপেন্ড করা হয় সুদীপ্ত ভট্টাচার্যকে। কিন্তু সাসপেনশনের মেয়াদ শেষ হওয়ার আগেই আরও এক মাসের জন্য তা মেয়াদ বৃদ্ধি করা হলো। আর এখানে বিতর্ক তৈরি হয়েছে উপাচার বিদ্যুৎ চক্রবর্তী ভূমিকা ভূমিকা নিয়ে সম্প্রতি, বিশ্বভারতীর তিন পড়ুয়া ফাল্গুনী পান, সোমনাথ সৌ ও রূপা চক্রবর্তীকে বহিষ্কার নিয়ে বিক্ষোভ- আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল বিশ্বভারতী। বিশ্বভারতী দ্বারস্থ হয় কলকাতা হাইকোর্টের বহিস্কৃত ছাত্রদের ফিরিয়ে দেওয়ার দাবিতে ছাত্রছাত্রীদের সঙ্গে অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যও রিলে অনশনে অংশ নেন। যদিও হাইকোর্ট নির্দেশ দেয়, বহিষ্কার হওয়া তিন ছাত্রছাত্রীকে পঠন-পাঠন শুরু করার অনুমতি দিতে হবে। বহিষ্কৃত পড়ুয়াদের লঘু পাপে গুরু দণ্ড দেওয়া হয়েছে বলে মন্তব্য করে আদালত। সেইসঙ্গে আদালত এও জানিয়েছিল যে এভাবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অশান্ত করা চলবে না।









































































































































