মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন মনোনয়ন জমা দিচ্ছেন, সেদিন প্রার্থীর নাম ঘোষণা করতে সমর্থ হল রাজ্য বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি নিজেই প্রকাশ্যে জানিয়েছিলেন, অনেককেই বলছি প্রার্থী হওয়ার জন্য, কিন্তু হতে চাইছেন কেউ। বিস্তর খোঁজাখুঁজি, কোন্দল ও অনুরোধের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে রাজি হয়েছেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। গত বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হয়েছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু বিপুল ভোটে হেরে যান। পরপর দুবার একই বিধানসভা ভোটে প্রিয়াঙ্কা প্রার্থী হচ্ছেন।
আরও পড়ুন:অবশেষে লুম্বিনীপার্কে ঠাঁই ইরার
অন্যদিকে বাকি দুটি কেন্দ্র জঙ্গিপুরের প্রার্থী হয়েছেন সুজিত দাস ও সামশেরগঞ্জে মিলন দাস।
