আফগানিস্তান ও কাশ্মীরের পরিস্থিতি একই, মোদি সরকারকে কটাক্ষ ওমর ফারুকের

0
3

মোদি সরকারকে ফের কটাক্ষ হুরিয়ত কনফারেন্সের নেতা মিরওয়াইজ ওমর ফারুকের। এক বিবৃতিতে ওমর বলেন, আফগানিস্তানের মতই একই পরিস্থিতি কাশ্মীরের। এ রাজ্যের মানুষও দীর্ঘদিন ধরে এক অস্থিতিশীল অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। আফগানিস্তানে মানুষও দীর্ঘদিন ধরে একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। এই অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে মুক্তি পেতে আফগান জনগণকে অনেক মূল্য চোকাত হয়েছে। আশা করা যায়, এবার তারা শান্তি পাবে। নিজেরাই নিজেদের ভবিষ্যত গড়ে তুলবে।

ফারুক আরও বলেন, বিদেশি শাসকের আমলে আফগানিস্তানের মানুষের কোনও স্বাধীনতা ছিল না। কাশ্মীরের মানুষেরও কোনও স্বাধীনতা নেই। তাদের যে বিশেষ মর্যাদা ছিল সেটুকু কেড়ে নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। কাশ্মীরের মানুষকেও লড়াই করেই নিজেদের অধিকার আদায় করতে হবে।

আরও পড়ুন-দিল্লির চাণক্যপুরীতে শুক্রবার সকাল থেকে বিক্ষোভ আফগানিস্তানিদের

আফগানিস্তান প্রসঙ্গে ফারুক আরও বলেন, তিনি আশা করছেন তালিবান সকলকে নিয়েই সরকার তৈরি করবে। সেই সরকারের আফগান নাগরিকদের মধ্যে কোন বৈষম্য করা হবে না। কারণ সকলেই জানেন, ইসলামে খুব স্পষ্ট করেই সাম্য, আর্থিক সততা, ধর্মীয় সহনশীলতার কথা বলা আছে। ইসলামি মূল্যবোধকে তালিবান অবশ্যই সম্মান দেবে বলে আমরা মনে করি। পাশাপাশি তারা আন্তর্জাতিক রীতিনীতির প্রতিও শ্রদ্ধা রাখবে। উল্লেখ্য, এর আগে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি এবং ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতা ফারুক আবদুল্লা তালিবানকে কার্যত সমর্থন করেন।

advt 19