আরজিকর মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির শীর্ষ স্থানের দায়িত্ব পেলেন শ্রীরামপুরের বিধায়ক

0
1

আরজিকর মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির শীর্ষ স্থানের দায়িত্ব পেলেন হুগলি জেলার শ্রীরামপুরের বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়। আগে এই পদে ছিলেন চিকিৎসক শান্তনু সেন। স্বাস্থ্য দফতরের এক নির্দেশিকায় এ কথা জানানো হয়েছে।

কয়েকদিন আগে নীলরতন সরকার মেডিক্যাল কলেজে রোগী কল্যাণ কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়কে। তার পর আবার কলকাতার আরেকটি গুরুত্বপূর্ণ মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ কমিটির দায়িত্ব দেওয়া হল সুদীপ্ত রায়কে। এই বড় দায়িত্ব পেয়ে স্বভাবতই খুশি ডাক্তার সুদীপ্ত রায়। কারণ চিকিৎসক হিসেবে তিনি আরজিকর মেডিকেল কলেজ বড় দায়িত্ব সামলেছেন এবং এই কলেজ থেকেই তিনি পড়াশোনা করেছেন।

আরও পড়ুন-তিন উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির

ডাঃ রায় এই দায়িত্ব পাওয়ায় খুশি হয়েছেন শ্রীরামপুরের তার বিধানসভা এলাকার মানুষ। তাঁদের আশা কলকাতার দুটি বড় মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির দায়িত্ব পাওয়ায় সাধারণ মানুষেরা আরও বেশি করে চিকিৎসার সুযোগ পাবেন।

advt 19