বাবুঘাটের আন্তঃরাজ্য বাস স্ট্যান্ড সরছে সাঁতরাগাছি বাস টার্মিনাসে

0
1

কলকাতা বাবুঘাটের আন্তঃরাজ্য বাস স্ট্যান্ডকে সরিয়ে নিয়ে আসা হবে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছি বাস টার্মিনাসে। সাঁতরাগাছি বাস টার্মিনাসের পরিকাঠামো খতিয়ে দেখার পর জানান পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন এইচআরবিসি, হাওড়া পুর নিগম, হাওড়া সিটি পুলিশ ও প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা।

বাবুঘাটের বাস টার্মিনাসকে সাঁতরাগাছিতে সরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সেই কারণেই এই পরিদর্শন বলে জানা গিয়েছে। তবে বাবুঘাট বাস টার্মিনাসের সঙ্গে যুক্ত কর্মীরা এই সিদ্ধান্তে আপত্তি তুলেছেন।
আন্তঃরাজ্য বাস মালিক এবং শ্রমিকদের সঙ্গে পুলিশ ও পরিবহণ দফতরের বৈঠকের পরে স্থির হয়েছে, আগামী ১ নভেম্বর থেকে সকাল ৮টার পর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাবুঘাট এবং ধর্মতলায় ভিন্ রাজ্য থেকে আসা বা যাওয়ার বাস ঢুকতে পারবে না। বদলে ওই সময়ের মধ্যে বাসগুলি দাঁড়ানোর জন্য নতুন তৈরি হওয়া সাঁতরাগাছি বাসস্ট্যান্ডকে নির্দিষ্ট করছে রাজ্য।

আরও পড়ুন – বাংলার উপনির্বাচনে ঘুরে ফিরে আসছে ত্রিপুরার কথা
সারা দিনে ধর্মতলা চত্বর থেকে প্রায় তিনশো আন্তঃরাজ্য বাস চলাচল করে। ২০০৭ সালে কলকাতা হাইকোর্ট ধর্মতলা ও বাবুঘাট থেকে বাস টার্মিনাস সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (নিরি)-এর রিপোর্টের ভিত্তিতে ওই নির্দেশ দেয় হাইকোর্ট। নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায় সরকার। কিন্তু সেখানেও হাইকোর্টের নির্দেশই বহাল রাখে শীর্ষ আদালত। ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকার আদালতকে জানিয়ে দেয়, এসপ্ল্যানেড ও বাবুঘাট থেকে বাস টার্মিনাস সরানো হবে। কিন্তু তারপর থেকে বিভিন্ন টানাপড়েন চললেও বাসস্ট্যান্ড সরানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি সরকার।পরিবহণ কর্তাদের দাবি, এর পিছনে প্রধান কারণ, এসপ্ল্যানেড ও বাবুঘাটের মতো শহরের কেন্দ্রস্থল থেকে বাসস্ট্যান্ড সরিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক মহলের দ্বিমত।

 

advt 19