ইউএস ওপেন থেকে ছিটকে গেলেন সমীর বন্দ্যোপাধ্যায়

0
2

ইউএস ওপেন ( Us Open)থেকে ছিটকে গেলেন সমীর বন্দ্যোপাধ্যায়( Sameer Banerjee)। এদিন জুনিয়র সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে হেরে যান সমীর। কোয়ার্টার ফাইনালে সমীর নেমেছিলেন সুইজারল্যান্ডের জেরম কিমের বিরুদ্ধে। সেখানে দুরন্ত লড়াই করেও হারলেন তিনি। ম‍্যাচের ফলাফল ৬-৪, ৩-৬, ৪-৬।

দু’ মাস আগে জুনিয়র উইম্বলডনে চ্যাম্পিয়ন হওয়ার পরে বাঙালি টেনিস খেলোায়াড় সমীর এ বারের ইউএস ওপেনে ছিলেন জুনিয়র বিভাগে দ্বিতীয় বাছাই। এদিন কোয়ার্টার ফাইনালে ম‍্যাচ বার করতে লড়াই করেন সমীর। কিমের বিরুদ্ধে প্রথম সেট জিতলেও শেষ রক্ষা করতে পারলেন না জুনিয়র উইম্বলডনে চ্যাম্পিয়ন।

আরও পড়ুন:বলিভিয়ার বিরুদ্ধে হ‍্যাটট্রিক করে পেলেকে টপকে গেলেন লিওনেল মেসি