হোমগার্ডকে চড় মারায় বিজেপি নেতার বিরুদ্ধে মামলা পুলিশের

0
3

কাঁকুড়গাছিতে নিহত বিজেপি কর্মীর মৃতদেহ হস্তান্তর নিয়ে এক হোমগার্ডকে চড় মারার ঘটনায় বিজেপি নেতার বিরুদ্ধে মামলা করলো পুলিশ। এন্টালি থানায় অভিযোগ দায়ের করেছেন উল্টোডাঙা থানার হোমগার্ড জিতেন্দ্র শর্মা। অভিযোগে বলা হয়েছে, বৃহস্পতিবার এনআরএস হাসপাতালের অটোপ্সি বিভাগের সামনে তাঁকে চড় মারেন বিজেপি নেতা দেবদত্ত মাঝি। করোনা বিধি মেনে ওই হোমগার্ড তখন ভিড় সরানোর চেষ্টা করছিলেন৷ সেই সময়ই তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ওই বিজেপি নেতার বিরুদ্ধে হোমগার্ডকে মারধর, সরকারি কাজে বাধাদান-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ওদিকে আক্রান্ত হোমগার্ড এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন:দুয়ারে সরকারের শিবিরে ৩ কোটি মানুষ, প্রকল্পের সাফল্যে খুশি মুখ্যমন্ত্রী, টুইটে অভিনন্দন

advt 19