কলকাতায় আসছেন সোনার ছেলে নীরজ চোপড়া

0
2

আগামী ১৫ সেপ্টেম্বর, বুধবার সকালেই কলকাতায়( kolkata) পা রাখছেন টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) সোনার পদক জয়ী নীরজ চোপড়া( Neeraj chopra)। শতদ্রু দত্ত আয়োজিত ‘তাহাদের কথা’ শো-তে যোগ দিতে কলকাতায় আসছেন নীরজ। সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। অলিম্পিক্সে সোনা জয়ের পর এই প্রথম শহরে আসছেন নীরজ। তাঁর সঙ্গে আসছেন তাঁর মেন্টর এবং কাকা ভীম সিংও।

নীরজকে কলকাতায় আনতে পেরে উচ্ছ্বসিত শতদ্রু। তিনি বললেন, “আমার অনুষ্ঠান তাহাদের কথায় নীরজকে সংবর্ধনা দেওয়া হবে। নীরজ নিজের মুখেই ওর জীবনের গল্প বলবে ওই চ্যাট শো-তে।”

টোকিও অলিম্পিক্সে সোনা জয়ের পর একের পর এক সংবর্ধনা পাচ্ছেন নীরজ। তাকে কলকাতায় আনতে পেরে উচ্ছসিত শতদ্রু দত্ত।

আরও পড়ুন:সিআরপিএফের বিরুদ্ধে দুরন্ত জয় মহামেডানের