বলিভিয়ার বিরুদ্ধে হ‍্যাটট্রিক করে পেলেকে টপকে গেলেন লিওনেল মেসি

0
1

শুক্রবার বলিভিয়ার (bolivia)  বিরুদ্ধে বিশ্বকাপ যোগ্যতা অর্জন(world cup qualifiers)পর্বে ম‍্যাচে খেলতে নেমে রেকর্ড গড়লেন লিওনেল মেসি(lionel messi)। বলিভিয়ার বিরুদ্ধে হ‍্যাটট্রিক করে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ গোলদাতা হলেন লিও। টপকে গেলেন পেলেকে( Pele)। এতদিন আমেরিকার সর্বোচ্চ গোলদাতার শীর্ষে ছিলেন পেলে। তাঁর গোলসংখ্যা ছিল ৭৭। কিন্তু বলিভিয়ার বিরুদ্ধে হ‍্যাটট্রিক করে সেই রেকর্ড ভেঙ্গে দিলেন আর্জেন্তাইন সুপারস্টার। মেসির গোল সংখ্যা দাঁড়াল ৭৯।

শুক্রবার বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে নেমে দুরন্ত জয়ও পেলআর্জেন্তিনা। ম‍্যাচে তারা ৩-০ গোলে হারাল বলিভিয়াকে। সৌজন্যে মেসির হ‍্যাটট্রিক। নিজের ম্যাজিক দেখালেন লিওনেল মেসি। দুরন্ত হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে সহজ জয় এনে দিলেন লিও।

ম‍্যাচের শুরু থেকেই দাপট দেখায় আর্জেন্তিনা। ১৪ মিনিটে বাঁদিকে বক্সের বাইরে থেকে নেওয়া বাঁক খাওয়ানো শটে নিজের প্রথম গোল করেন মেসি। এরপর ৬৪ মিনিটে আরও একটি গোল করে লিও। শেষে দুরন্ত শটে ৮৭ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন আর্জেন্টিনার অধিনায়ক। আর এই হ্যাটট্রিকের জেরে কিংবদন্তী পেলের রেকর্ড ভেঙে ফেলেন আর্জেন্তাইন সুপারস্টার।

আরও পড়ুন:বিস্তর কোভিড-নাটকের যবনিকা, কোহলি-ব্রিগেড নামছে ম্যাঞ্চেস্টারে