বাঁশদ্রোণীতে বাড়িতে ঢুকে শ্যুটআউট, এলাকায় ব্যাপক উত্তেজনা

0
3

বাড়িতে ঢুকে এক যুবককে শ্যুটআউট করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বাঁশদ্রোণীর সোনালি পার্ক এলাকায়। সিসিটিভি ফুটেছে ধরা পড়েছে সেই ছবি। পুলিশ সূত্রের খবর, দুষ্কৃতীদের গুলিতে জখম হয়েছেন অভিষেক মুখোপাধ্যায় নামে এক যুবক। তাঁকে বর্তমানে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রকাশ্যে গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

আরও পড়ুন:‘পুরো মন্ত্রিসভাকেই প্রচারে নামিয়েছেন’, মমতাকে কটাক্ষ দিলীপের, পাল্টা সুর চড়িয়ে তুলোধনা কুণালের
পেশায় প্রমোটার গৃহকর্তা প্রদীপ দেবনাথ অভিযোগ, গতকাল রাতে তাঁর বাড়িতে চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী। সেইসময় তাঁর বাড়িতে ছিলেন অভিষেক মুখোপাধ্যায় নামক এক যুবক। প্রদীপ দেবনাথের অভিযোগ গৃহকর্তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হলে সে গুলি যুবকের হাতে লাগে। তাতেই জখম হন অভিষেক। রাতেই ঘটনাস্থলে যায় বাঁশদ্রোণী থানার পুলিশ।
প্রথমিক তদন্তে পুলিশের অনুমান প্রদীপের সঙ্গে প্রোমোটিং সংক্রান্ত পূর্ব বচসার জেরেই এদিন তাঁর উপর আক্রমণ চালানোর ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই গুলি চালানোর ঘটনায় বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ।

advt 19