ভুয়ো ভ্যাকসিনকাণ্ড: প্রেসিডেন্সি জেলে ইডির টানা জেরার মুখে দেবাঞ্জন

0
1

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের ( Fake Vaccine Case) তদন্তে সম্প্রতি কসবায় মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের (kingpin debanjan deb) বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি (enforcement directororate officer)। সেখান থেকে প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য বাজেয়াপ্ত করেন ইভি অফিসাররা। সেই সব তথ্য-প্রমাণ হাতে নিয়ে দেবাঞ্জন দেবকে (Debanjan Deb) জেরা করল ইডি। টানা ৪ ঘন্টা প্রেসিডেন্সি জেলে দেবাঞ্জন দেবকে জেরা করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারীরা অফিসাররা। সম্প্রতি ইডি অফিসাররা দেবাঞ্জনকে মুখোমুখি বসিয়ে জেরা করার অনুমতি চেয়েছিলেন। বিশেষ ইডি আদালত দেবাঞ্জনকে জেলে গিয়ে জেরার অনুমতি দেয়। সেই অনুমতি নিয়ে জেরা

করে ইডি অফিসাররা ।

ইডি সূত্রে খবর, ফের জেরা করা হবে দেবাঞ্জনকে। এরপর ভ্যাকসিন মামলায় অন্য ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে খবর। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের বয়ান মিলিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।

 

গত ২৬ অগাস্ট ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে চার্জশিট পেশ করে কলকাতা পুলিশ। তারপর আলিপুর আদালতে এক হাজার পাতার এই চার্জশিট জমা দেওয়া হয়েছে। ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের মূল অভিযুক্ত দেবাঞ্জন দেব-সহ মোট সাতজনের নাম রয়েছে চার্জশিটে। খুনের চেষ্টা, ষড়যন্ত্র, সম্মিলিত প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে দেবাঞ্জন দেব-সহ বাকিদের বিরুদ্ধে। চার্জশিটে নাম রয়েছে দেবাঞ্জন দেব, রবীন শিকদার, সুশান্ত দাস, শরৎ পাত্র, অরবিন্দ বৈদ্য, অশোককুমার রায়, কাঞ্চন দেব ও শান্তনু মান্নার। ১৩০ জন সাক্ষী রয়েছেন এই মামলায়

advt 19