গোটা মহিলা ব্রিগেডকে ভাবানীপুরে নামাচ্ছে বিজেপি, অভিমান ভেঙে ফিরছেন বাবুল!

0
3

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে বিজেপি তার কোমরের জোর প্রকাশ্যে এনে ফেলল। শুধু ভবানীপুরে ভোট প্রচারের জন্য প্রায় গোটা মহিলা ব্রিগেডকে নামাচ্ছে গেরুয়া শিবির। শুধু তাই নয়, অভিমান ভাঙিয়ে ‘হেরো’ বাবুল সুপ্রিয়কে প্রচারে নামানো হচ্ছে। আর তাঁর নামের পাশে ‘স্টার ক্যাম্পেনার’-এর তকমাও দেওয়া হয়েছে।

কে কে রয়েছেন এই মহিলা ব্রিগেডে? উলটে বলা উচিত কে কে নেই এই তালিকায়? লকেট চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী, অগ্নিমিত্রা পাল এমনকী কেন্দ্রের মন্ত্রী স্মৃতি ইরানি। প্রচারে আসবেন শেহনেওয়াজ হুসেনও। মহিলা ব্রিগেডের পাশাপাশি দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী থাকছেন। কিন্তু নতুন নাম যেটা সেটা হল বাবুল সুপ্রিয়।

আরও পড়ুন – টানা তিনমাস বাড়িয়ে আয়কর দাখিলের শেষ সময়সীমা ৩১ ডিসেম্বর

মন্ত্রিত্ব যাওয়ার পর বাবুল রাজনীতি থেকে অবসর নিয়ে নিজেকে বিজেপি থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিলেন। সংসদে যাননি। অভিমান করে ঘরে বসেছিলেন। বাংলার উপনির্বাচন থেকে তাঁর রাজনৈতিক পুনরুজ্জীবন হতে চলেছে। শোনা যাচ্ছে রামদেবের সৌজন্যে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়। অমিত শাহ ক্ষুব্ধ ছিলেন বাবুলের উপর। রামদেব সৌজন্যে সেখানে কিছুটা প্রলেপ পড়েছে। তারপরই নিজেকে প্রমাণ করার নতুন অ্যাসাইনমেন্ট। তারকা প্রচারকের তকমা দেওয়া হয়েছে বাবুলকে। যদিও বিধানসভা ভোটে টালিগঞ্জে বিজেপি প্রার্থী হয়ে আসানসোলের সাংসদ গোহারা হেরেছিলেন। এরপর মন্ত্রিত্ব যায়। মন্ত্রিত্ব হারিয়ে ক্ষুব্ধ বাবুল সোশ্যাল মিডিয়ায় ঘটা করে পোস্ট করে আলবিদা রাজনীতিও বলেছিলেন। সাংসদ পদ অবশ্য তিনি শেষ পর্যন্ত ছাড়েননি। বেলাইন হয়েছিলেন। এবার আসল রাজনীতির লাইনে সম্ভবত ফিরছেন বাবুল সুপ্রিয়।

 

advt 19