অনুপ মাজির আগাম জামিন খারিজ বাঁকুড়া আদালতে

0
1

কয়লা পাচার কাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার আগাম জামিনের আর্জি খারিজ করল বাঁকুড়া জেলা আদালত। ২০১৭-য় বেআইনি কয়লা পাচারের অভিযোগে মামলা। অনুপ মাজির বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। কিছুদিন আগে মামলায় চার্জশিট জমা দেয় পুলিশ, জমা দেয় কেস ডায়েরি। শুক্রবার লালার আইনজীবীর তরফে আগাম জামিনের জন্য আবেদন করা হলেও তা খারিজ করে আদালত।

বাঁকুড়ার মেজিয়ায় বেআইনিভাবে কয়লা উত্তোলনের অভিযোগে ২০১৭ সালে গ্রামবাসীরা হাইকোর্টে মামলা করেন। এরপর আবার চলতি বছরের অগস্টে মামলা হয় হাইকোর্টে। গত বছর সিবিআই তদন্তে উঠে আসে অনুপ মাজি ওরফে লালা নামে এক কয়লা ব্যবসায়ীর নাম। লালাকে ক্রমাগত নোটিস পাঠানো হলেও সে একবারও হাজিরা দেয়নি। এমনকি গত মার্চে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় সিবিআই। কিন্তু সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ আসে যে লালাকে গ্রেফতার করা যাবে না। তবে লালাকে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে বলে নির্দেশ দেয় শীর্ষ আদালত। এরপর একাধিক বার সিবিআই দফতরে হারিরা দিয়েছেন লালা।

 

advt 19