২০১৪ সালের টেট পরীক্ষায় (tet exam 2014) ভুল প্রশ্ন মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে আগামী সোমবার0 আদালতে (kolkata high court) হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার সকাল ১১ টায় মানিক ভট্টাচার্যকে আদালতে হাজিরা দিতে হবে । হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নির্দেশের পরেও কেন ভুল প্রশ্নের উত্তরদাতাদের নম্বর দেওয়া হল না, সেই মর্মে মানিক ভট্টাচার্য বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই এ দিন পর্ষদ সভাপতিকে ডেকে পাঠায় আদালত।
২০১৪ সালের টেট পরীক্ষার প্রশ্নপত্রতেই ভুল ছিল বলে জানা যায়। যা নিয়ে পরবর্তীকালে আদালতে মামলা হয় । ২০১৮ সালে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে পরীক্ষার্থীরা ভুল প্রশ্নের উত্তর লিখেছেন তাদের পুরো নম্বর দিতে হবে। এর আগেও ২০১৪ সালের প্রাথমিক টেট মামলায় গাফিলতির অভিযোগে প্রত্যেক মামলাকারীকে ২০ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু ভুল প্রশ্নপত্রের উত্তরদাতাদের নম্বর না দেওয়ার কারণে পরবর্তী সময় আদালত অবমাননার মামলা দায়ের হয় মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে।