সৌম‍্যদীপ-মণিকার সংঘাত মেটাতে শনিবার বৈঠক ডাকল টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া

0
2

জাতীয় কোচ সৌম্যদীপ রায়ের ( Soumyadeep Roy) এবং মণিকা বাত্রা (Manika Batra) সংঘাত মেটাতে শনিবার বৈঠক ডাকল টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া (TTFI)।

টোকিও অলিম্পিক্সের পর জাতীয় কোচ সৌম্যদীপ বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন মণিকা বাত্রা। মণিকা বলেন গত মার্চে টোকিও অলিম্পিক্সের একটি কোয়ালিফায়ার ম্যাচ মণিকাকে ছাড়তে বলেন সৌম‍্যদীপ। মণিকার এই অভিযোগ পাওয়ার পর টিটিএফআই নোটিস দেয় সৌম্যদীপকে। এরপাশাপাশি মণিকার থেকে লিখিত উত্তর চাওয়া হয়।

এদিন টিটিএফআই সচিব অরুণ বন্দ্যোপাধ্যায় এক সংবাদ সংস্থাকে বলেন, “মণিকা এবং সৌম্যর বক্তব্য বৈঠকে শোনা হবে এবং একটি তদন্তকারী প্যানেল গঠন করা হবে এর জন‍্য।”

আরও পড়ুন:ধোনির বিরুদ্ধে স্বার্থ সঙ্ঘাতের অভিযোগ আনল মধ্যপ্রদেশ ক্রিকেট বোর্ডের এক সদস্য