টি-২০ বিশ্বকাপে( T-20 word cup) নাও খেলতে পারেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকস(Ben Stokes)। ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে নাও পাওয়া যেতে পারে স্টোকসকে। এমনটাই মনে করছেন ইংল্যান্ড কোচ ক্রিস সিলভারউড। মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে নিজেকে আগেই সরিয়ে নিয়েছেন স্টোকস। এছাড়াও মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে খেলা থেকেও সাময়িক বিরতি নিয়েছেন তিনি। তাই টি-২০ বিশ্বকাপে তাকে পাওয়া যাবে কীনা তা নি এখন দিয়েই উঠছে প্রশ্ন।
এই নিয়ে সিলভারউড বলেন, “আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব। স্টোকস যাতে দলে ফেরে, তার জন্য সব চেষ্টা করা হবে। ও আমাদের কাছ থেকে সব রকম সাহায্য পাবে।আমি এখনও ওর সঙ্গে কথা বলিনি। যতটা সম্ভব নিজের মতো থাকতে দিতে চাই ওকে। তবে অন্যরা কথা বলেছে। স্টোকসকে খেলার ব্যাপারে কোনও রকম জোর করব না। আমরা ওকে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাই না। আমাদের মূল লক্ষ্য স্টোকসকে সুস্থ রাখা।”
আরও পড়ুন:ইউএস ওপেনের শেষ আটে জোকোভিচ