আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-এ একই জায়গা ধরে রাখলেন বিরাট, রোহিতরা

0
2

ভারত-ইংল‍্যান্ড( India-england) চতুর্থ টেস্টে জয়ের পর আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-এ( Icc Test Ranking) ও উন্নতি হল ভারতীয় ক্রিকেটারদের। আইসিসি ব‍্যাটসম‍্যানদের র‍্যাঙ্কিং-এ পঞ্চম স্থান ধরে রাখলেন রোহিত শর্মা( Rohit sharma)। যদিও একই জায়গায় রইলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি( Virat kohli)। ৭৮৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে কোহলি।

বুধবার প্রকাশিত হয় আইসিসি ব‍্যাটসম‍্যানদের টেস্ট র‍্যাঙ্কিং। সেখানে শীর্ষে রয়েছেন জো রুট। ৯০৩ পয়েন্ট নিয়ে শীর্ষ তিনি। ৯০১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কেন উইলিয়ামসন।

এদিকে বোলারদের মধ‍্যে শীর্ষে রয়েছেন প‍্যাট কামিন্স। ৯০৮ পয়েন্ট তাঁর। দ্বিতীয় স্থানে রয়েছেন রবীচন্দ্রন অশ্বীন। অলরাউন্ডারদের মধ‍্যে শীর্ষে রয়েছেন জেসন হোল্ডার। তৃতীয় স্থানে রবীন্দ্র জাদেজা।

আরও পড়ুন:আগামী বছর ইংল‍্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে নামবে বিরাটরা, সূচি প্রকাশ ইসিবির