প্রয়াত বিহার বিধানসভার প্রাক্তন কংগ্রেস লেজিসলেটিভ পার্টির (CLP) নেতা সদানন্দ সিং। বুধবার সকালে মারা গিয়েছেন। সদানন্দ সিং বিহার বিধানসভায় রেকর্ড ন’বার ভাগলপুরের কাহালগাঁও আসন থেকে জয়ী হয়েছিলেন। কংগ্রেস নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলের নেতারা। সেচ ও জ্বালানি মন্ত্রী ছিলেন সদানন্দ সিং। ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি ছিলেন বিহার বিধানসভার স্পিকার।
বিহার কংগ্রেস সভাপতি মদন মোহন ঝা সদানন্দ সিংয়ের মৃত্যুকে ‘একটি রাজনৈতিক যুগের সমাপ্তি’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “বিহারের একজন বিখ্যাত নেতা, কংগ্রেসের একজন যোদ্ধা সদানন্দ সিং জী আজ মারা গিয়েছেন। একটি রাজনৈতিক যুগের অবসান ঘটেছে। আপনার হাস্যোজ্জ্বল মুখ সবসময় মনে থাকবে।”
আরও পড়ুন: PAC মামলা: ২দিন শুনানি পিছলো হাইকোর্ট
সদানন্দ সিং এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রীয় জনতা দল নেতা তেজস্বী যাদব। তাঁকে ‘দক্ষ রাজনীতিবিদ’ হিসেবে বর্ণনা করেন তেজস্বী যাদব। এদিন তেজস্বী ট্যুইট করে জানিয়েছেন,” “আমি প্রবীণ কংগ্রেস নেতা এবং প্রাক্তন মন্ত্রী শ্রী সদানন্দ সিং জির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তাঁর দীর্ঘ সামাজিক-রাজনৈতিক অভিজ্ঞতা ছিল। তিনি একজন দক্ষ রাজনীতিবিদ ছিলেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাঁর আত্মাকে শান্তি এবং শক্তি দিন। শোকাহত পরিবারের সদস্যদের ক্ষতি সহ্য করতে হবে,।”
“আজ আমার পুরনো বন্ধু আমাকে ছেড়ে চলে গিয়েছে।” সদানন্দ সিংয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেন রাম মাঝি। তিনি বলেন, “সদানন্দ বাবু আমাদের ছেড়ে চলে গেলেন। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন এবং তাঁর পরিবারকে এই ক্ষতি সহ্য করার শক্তি দিন।”