আগামী বছর ইংল‍্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে নামবে বিরাটরা, সূচি প্রকাশ ইসিবির

0
3

সামনের বছর আবারও ইংল‍্যান্ডের(England) মাটিতে সিরিজ খেলতে চলেছে ভারতীয় দল( Team India)। তবে এবার টেস্ট নয়, টি-২০ (,T-20)এবং একদিনের ম‍্যাচ( ODI) ইংরেজদের বিরুদ্ধে খলেতে চলেছে বিরাট কোহলিরা ( Virat kohli)। এমনটাই জানাল ইংল‍্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড( ECB)। বুধবার আগামী বছরের ক্রিকেট সূচি প্রকাশ করেছে ইসিবি। সেখানে দেখা গিয়েছে, জুলাই মাসে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি একদিনের ম্যাচ খেলতে ইংল্যান্ডে উড়ে যাবে ভারত।

সূচি অনুযায়ী,২০২২-এর ১ জুলাই ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচ খেলে সফর শুরু করবে বিরাট বাহিনী। এরপর ৩ জুলাই ট্রেন্ট ব্রিজ এবং ৬ জুলাই এজিয়াস বোলে পরের দুটি টি-২০ ম্যাচ খেলবে তারা।  প্রথম একদিনের ম্যাচ হবে ৯ জুলাই, এজবাস্টনে। এরপরের দুটি ম্যাচ হবে ওভালে ১২ জুলাই এবং লর্ডসে ১৪ জুলাই।

আরও পড়ুন:নীরজের বিজ্ঞাপন আয় বেড়ে দাঁড়াল ১০০০ শতাংশ, ছুঁয়ে ফেললেন কোহলিকে