কোচের পদ থেকে রবি ফাউলারকে ছেঁটে ফেলল এসসি ইস্টবেঙ্গল, লাল-হলুদের নতুন কোচ মানোলো

0
7

আইএসএল( ISL) শুরুর আগেই চমক দিল এসসি ইস্টবেঙ্গল( Eastbengal)। হেড কোচের পদ থেকে রবি ফাউলারকে( Robbie Fowler) ছাঁটাই করল লাল-হলুদ ম‍্যানেজমেন্ট। এসসি ইস্টবেঙ্গলের নতুন হ‍েড কোচ হলেন ম্যানুয়েল মানোলো ডিয়াজ( Manuel ‘Manolo’ Diaz)। ২০২১-২২ মরশুমে লাল-হলুদের দায়িত্ব সামলাবেন রিয়াল মাদ্রিদের সিস্টেমের সঙ্গে যুক্ত থাকা এই স্প‍্যানিশ কোচ।

একেবারে বিনা মেঘে বজ্রপাতের মত ব্যাপার।  বুধবার একেবারে সকলকে অবাক করে দিয়ে রবি ফাউলারকে সরিয়ে নতুন কোচের নাম ঘোষণা করল এসসি ইস্টবেঙ্গল।

বুধবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসসি ইস্টবেঙ্গল জানায়, “এসসি ইস্টবেঙ্গল জানাচ্ছে যে হেড কোচের পদ থেকে চুক্তিভঙ্গের বিষয়ে রাজি হয়েছেন রবি ফাউলার এবং ক্লাব। এসসি ইস্টবেঙ্গলের সকলে রবিকে তার আগামী ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাতে চায় এবং শ্রী সিমেন্ট ফাউন্ডেশনের সাথে সহযোগিতা প্রার্থনা করছে।”

এরপরই  দ্বিতীয় প্রেস বিজ্ঞপ্তির ম‍্যাধমে এসসি ইস্টবেঙ্গল ম‍্যানেজমেন্ট জানায়,” এসসি ইস্টবেঙ্গল গর্ববোধ করছে ম্যানুয়েল মানোলো ডিয়াজকে নয়া হেড কোচ হিসেবে স্বাগত জানাতে পেরে। দীর্ঘ ২০ বছর ধরে কোচিং অভিজ্ঞতা ও দীর্ঘ সময় রিয়াল মাদ্রিদের সেট আপের সাথে যুক্ত থাকায়, মানোলো অভিজ্ঞতার ভান্ডার। এছাড়া ও জেতার মানসিকতা নিয়ে লাল-হলুদে এসেছেন। ”

আরও পড়ুন:কলকাতা লিগে ইউনাইটেড স্পোর্টসের কাছে আটকে গেল সাদা-কালো ব্রিগেড