ছোটবেলা থেকেই সিনেমার জগৎ খুব আকর্ষণ করতো শর্মিষ্ঠা দেবকে। যখন ক্লাস নাইন-টেন, তখন পাশে দিদার বাড়িতে আড্ডা দিতেন, চুম্বকের মত আকর্ষন করতো আনন্দলোক ,সানন্দা ম্যাগাজিন। সিনেমার পাতায় চোখ ডুবিয়ে স্বপ্ন দেখতেন পরিচালনার। তবে স্বপ্নের এই জগৎছিল অনেক দূর। একদিক কলকাতাতো অন্যটা অসমের হাইলাকান্দি নামের ছোট্ট শহর।
প্রথম জীবনে কর্পোরেট অফিসে চাকরি,এরপর ইলেকট্রনিক মিডিয়া, নিজের ম্যাগাজিনের এই সব কিছু সামলে ২০২০-র জানুয়ারিতে আসেন কলকাতায়। গত দেড় বছরে তিনটে ছবি তৈরি করেছেন। এর আগে কাজ শুরু করেছিলেন প্রযোজক এবং সহপরিচালক হিসেবে। তার প্রথম ছবি পয়লা এপ্রিল। মহামারীর জন্য ওটিটি-তে রিলিজ হয় ছবিটি।
আরও পড়ুন: জোড়া বায়োপিক মদন মিত্রকে নিয়ে, নাম ভূমিকায় কে, শাশ্বত?
এরপর তার পরিচালনায় সর্বভূতেষু এবং অন্তমিল।খুব শীঘ্রই আসছে তাঁর নতুন ছবি কাদম্বরী আজও।
কাদম্বরী ছবির সঙ্গে কি রবিঠাকুরের নতুন বৌঠানের কোনো সম্পর্ক আছে?
শর্মিষ্ঠা দেব জানিয়েছেন, ‘না সম্পর্ক নেই। তবে সেই কাদম্বরীর একাকীত্ব, বিরহ, চাপাকষ্ট আজকের একবিংশ শতাব্দীর সাবলম্বী কাদম্বরীদের মধ্যেও যে বর্তমান তারই ছায়া এই ছবি।
ছবিতে কাদম্বরীর ভূমিকায় অঙ্কিতা চক্রবর্তী,অন্যদিকে সাবিত্রী চাটার্জী ,অমিতাভ ভট্টাচার্য,ইন্দ্রজিৎ মজুমদার,বিশ্বজিত চাটার্জী,রুমকী চট্টোপাধ্যায় কাজ করেছেন। গোটা ছবির শুটিং হয়েছে কলকাতা এবং উত্তরবঙ্গর রিশপ,লোঁলেগাও-এ।














































































































































