লিঙ্গ বৈষম্য দূর করে এবার বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। বুধবার দেশের শীর্ষ আদালতকে(Supreme Court) ভারত সরকারের তরফে জানানো হল ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (NDA)-তে এখন থেকে ভর্তির সুযোগ পাবেন মহিলারাও। সম্প্রতি দেশের তিন সেনা প্রধানের (স্থল-বায়ু-নৌ) সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার(central government)।
বুধবার শীর্ষ আদালতে কেন্দ্রের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি জানান, ‘আমি একটা দুর্দান্ত সুসংবাদ দিতে চাই। কেন্দ্র এবং তিন সেনার প্রধানরা মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে মেয়েরা ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং নাভাল অ্যাকাডেমির মাধ্যমে সেনায় স্থায়ী কমিশন পাবে।’ কেন্দ্রের এই সিদ্ধান্তে স্বভাবতই খুশি দেশের শীর্ষ আদালত। এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয় দেশের সেনাবাহিনীর একটি সম্মানজনক জায়গা। এখানে লিঙ্গ সমতা নিশ্চিত করার জন্য আরও পদক্ষেপ করা দরকার। পাশাপাশি সর্বোচ্চ আদালত জানায়, ‘ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে মহিলাদের অন্তর্ভুক্তি নিয়ে সেনাবাহিনী যে সিদ্ধান্ত নিয়েছে তার জন্য আমরা আনন্দিত। এই সংস্কার যে একদিনে হতে পারে না, তা আমরা জানি।’
আরও পড়ুন:করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ নিয়ন্ত্রিত হলেও, ভয় ধরাচ্ছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট
তবে কীভাবে NDA-তে মহিলারা ভর্তি হতে পারবেন তা নিয়ে কেন্দ্রের কাছে বিস্তারিত জবাব চেয়েছে শীর্ষ আদালত। ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানাতে কেন্দ্রকে দু সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এ বিষয়ে আগামী শুনানির দিন ধার্য করা হয়েছে ২২ সেপ্টেম্বর। প্রসঙ্গত, ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে পুরুষদের সুযোগ থাকলেও এতদিন মহিলাদের কোনো সুযোগ ছিল না। এমনকি পরীক্ষাতেও বসতে পারত না তারা। যা নিয়ে পূর্বে শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে পড়ে কেন্দ্রীয় সরকার। এরপরই লিঙ্গ বৈষম্য দূর করে যুগান্তকারী সিদ্ধান্ত নিল ভারত সরকার।












































































































































