ইউএস ওপেনের শেষ আটে জোকোভিচ

0
1

ইউএস ওপেনের( Us open) শেষ আটে পৌঁছে গেলেন নোভাক জোকোভিচ( novak djokovic)। শেষ ষোলার ম‍্যাচে এদিন জেনসন ব্রুকসবিকে হারালেন তিনি। ম‍্যাচের ফলাফল ১-৬, ৬-৩, ৬-২, ৬-২। শেষ আটের লড়াইয়ে জোকারের সামনে ষষ্ঠ বাছাই ইটালির মাত্তেয়ো বেরেত্তিনি। যাঁকে ফাইনালে হারিয়ে এবারের উইম্বলডন জিতেছেন জোকোভিচ।

শেষ ষোলার ম‍্যাচে এদিন নোভাককে বেশ বেগ দেন জেনসন ব্রুকসবি। দরুন্ত লড়াইয়ের এই ম‍্যাচ জিতে জোকোভিচ বলেন,” ব্রুকসবি তরুণ আর খুব প্রতিভাবান খেলোয়াড়। আমার জন্য ম্যাচের শেষটা ভাল হলেও শুরুটা তেমন হয়নি। ম‍্যাচের শুরুতে সমানে সমানে লড়াই চলে। তবে শেষ অবধি ম‍্যাচ জিতে ভালো লাগছে।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস