দিনহাটায় তৃণমূল কংগ্রেস প্রধানের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ। গতকাল রাতে দিনহাটার ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এলাকার প্রধান রেনুকা খাতুন বিবির বাড়িতে পরপর বোমা ফাটার আওয়াজে ব্যাপক আতঙ্ক ছড়ায়।
আরও পড়ুন: পঞ্চায়েতের অনাস্থা ভোটে প্রভাব খাটাতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে বিজেপির জগন্নাথ সরকার
রেনুকা খাতুন বিবি দলের সিতাই কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার অনুগামী। প্রধান রেণুকার অভিযোগ, গভীর রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে অনবরত বোমা ছোড়া হয়। পুলিশ এসে বাড়ির সামনে থেকে উদ্ধার করে তাজা বোমা। বাড়ির সাঙ্গেই লাগোয়া দোকানেও ব্যাপক ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। বাড়ির ভিতরে থাকা বেশ কিছু জিনিস ভাঙচুর ও একটি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় দমকলের একটি ইঞ্জিন। পুলিশ এসে পরিস্থিতি আয়ত্তে আনে।











































































































































