টি-২০ বিশ্বকাপের জন‍্য দল ঘোষণা ভারতের, দলে মেন্টর মহেন্দ্র সিং ধোনি

0
3

আসন্ন টি-২০ বিশ্বকাপের( T-20 World Cup) জন‍্য দল ঘোষণা করল ভারত( India)। দলে মেন্টর হিসেবে যোগ দিলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি( Ms Dhoni)। বুধবার রাতে এমনটাই জানালেন বিসিসিআই সচিব জয় শাহ(Jay Shah)।

১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। তার জন‍্য দল ঘোষণা করল ভারত। টি-২০ বিশ্বকাপ দলে সুযোগ পেলেন না  লেগ স্পিনার যুজবেন্দ্র চ‍্যাহাল। এদিকে দীর্ঘদিন পর টি-২০ দলে ফিরলেন রবিচন্দ্রন অশ্বিন। চোটে আক্রান্ত ওয়াশিংটন সুন্দরের জায়গায় দলে সুযোগ পেলেন অক্ষর প্যাটেল। সুযোগ পেয়েছেন তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ইশান কিশানও।

একনজরে দেখে নেওয়া যাক আসন্ন টি-২০ বিশ্বকাপের জন‍্য ভারতীয় দল – বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক) লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ ,ঈশাণ কিশান , হার্দিক পান্ডিয়া , রবীন্দ্র জাদেজা,  রাহুল চ‍্যাহার, রবিচন্দ্রন অশ্বিন , অক্ষর প্যাটেল , বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি।

আরও পড়ুন:কোচের পদ থেকে রবি ফাউলারকে ছেঁটে ফেলল এসসি ইস্টবেঙ্গল, লাল-হলুদের নতুন কোচ মানোলো