জ্বালানির দাম নিয়ে নির্মলা সীতারমণের মিথ্যাচার! তথ্য তুলে ধরলেন তৃণমূল নেতা সাকেত গোখলে

0
1

জ্বালানির দাম বাড়ার মিথ্যে কারণ দেখিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ! একেবারে তথ্য তুলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেতা সাকেত গোখলে। তিনটি টুইট করেছেন তৃণমূল নেতা। সাকেত গোখলে, প্রথম ট্যুইট করে লিখেছেন, “Exclusive :

জ্বালানির দাম নিয়ে নির্মলা সীতারমণের মিথ্যাচার:

১৬ অগস্ট, অর্থমন্ত্রী তেল বন্ডের উদ্ধৃতি দিয়ে জ্বালানির দাম বৃদ্ধির যৌক্তিকতা দেখিয়ে বলেছিলেন “সুদ এবং মূল পরিশোধের জন্য উল্লেখযোগ্য পরিমাণ যাচ্ছে। আমার উপর কি অন্যায় বোঝা।”

কিন্তু-আরটিআই আমাকে বলছে অর্থবছর ২০১৫-১৬ থেকে কোন প্রকার মূল্য পরিশোধ করা হয়নি।”

দ্বিতীয় টুইটে তৃণমূল নেতা লিখেছেন, “এছাড়াও, তেল বন্ডগুলিতে বার্ষিক সুদ পরিশোধ ৯৯৮৯ কোটি

অগাস্ট মাসে, রামেশ্বর তেলি সংসদে বলেছিলেন যে পেট্রোল এবং ডিজেলের ওপর সরকারের কর প্রাপ্তি ২০২১ সালে ৮৮ শতাংশ বেড়ে ৩.৩৫ লাখ কোটি হয়েছে।

৩.৩ লক্ষ কোটি ট্যাক্স বনাম ৯৯৮৯ কোটি টাকা খরচ।

নির্মলা সীতারমণ কে বোকা বানিয়েছে?”

আরও পড়ুন-শুভেন্দুর “রক্ষাকবচ” রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্য

সাকেত গোখলে শেষ টুইট করে জানিয়েছেন, অর্থ মন্ত্রক কর্তৃক আমার কাছে আরটিআই-র প্রদত্ত তথ্য থেকে এটা স্পষ্ট যে, জ্বালানির দাম বৃদ্ধির সঙ্গে তেল বন্ডের অর্থ প্রদানের কোনো সম্পর্ক নেই। বিশ্বব্যাপী তেলের দাম কম থাকা সত্ত্বেও, সরকার পেট্রোল এবং ডিজেলের উপর ভারী কর আরোপ করে ভারতীয়দের থেকে মিথ্যাচার ও জোর করে টাকা আদায় করার চেষ্টা করছে।

এই টাকা কোথায় যাচ্ছে?”

তৃণমূল নেতা সাকেত গোখলের টুইটকে সমর্থন করেছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। তিনি রিটুইট করে লিখেছেন, “মিথ্যাবাদী! মিথ্যাবাদী! মিথ্যাবাদী! দারুণ প্রকাশ। জাতীয় সংবাদ মাধ্যমে এটি ব্যাপকভাবে প্রচার করুন।”

advt 19