দলীয় কর্মীদের কড়া ভাষায় সতর্ক করলেন উদয়ন গুহ

0
4

চাকুরি দেওয়া বা ঘর দেওয়ার নাম করে যদি কোনো দলীয় কর্মী টাকা নেয় তাহলে তাকে দল থেকে বের করে দেওয়া হবে। কোচবিহার দিনহাটায় এভাবেই কড়া ভাষাতে দলের কর্মীদের সতর্ক করলেন উদয়ন গুহ৷ নাজিরহাটে একটি সভায় তিনি বলেন যে কেউ জেলা সভাপতির পাশে দাঁড়িয়ে ছবি তুলে সে ছবি দেখিয়ে বলতে পারেন টাকা দিতে। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারেন। চাকরি দেওয়া কিংবা ঘর পাইয়ে দেওয়া বা কোনো সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে যদি কেউ টাকা নেয় সেই কর্মীকে দল থেকে বের করে দেওয়া হবে৷ এছাড়াও কর্মীদের সাবধান করে দিয়ে উদয়ন গুহ বলেন দল বিরোধী কাজ বরদাস্ত হবেনা৷

গত কয়েকদিন থেকেই দলের সভায় বারংবার কর্মীদের এভাবে সতর্ক কর‍তে দেখা গেছে জেলা কমিটির চেয়ারম্যান উদয়ন গুহকে। দিনহাটা কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষন এখনো  ঘোষনা না হলেও নিজের ভাবমূর্তি ঠিক রাখতে আসরে নেমে পরেছেন উদয়ন ৷ এর আগে বড়শাকদল গ্রামে দলের সভায় উদয়ন গুহ বলেছেন, উপনির্বাচনের পর গ্রাম পঞ্চায়েত নির্বাচনের  হবে৷ গ্রাম পঞ্চায়েত নির্বাচনে আপনি টিকিট পাবেন কিনা তা ঠিক হবে উপনির্বাচনে ফলাফলের মধ্য দিয়ে।  প্রার্থী কে হবে দল ঠিক করবে।

 

 

 

advt 19