একনাগাড়ে বৃষ্টি (heavy rainfall) চলছেই আর বৃষ্টি অব্যাহত থাকায় মঙ্গলবার সকালে ফের ধস (landslide) নামল শিলিগুড়ি-কালিম্পং (siliguri-kalimpong road) এর রাস্তায়। ফলে, সোমবার ধস সরিয়ে বিকেলের দিকে কিছুটা যান চলাচল শুরু হলেও নতুন করে ধস নামায় তা আবার বন্ধ হয়ে গিয়েছে। আপাতত শিলিগুড়ি থেকে সরাসরি সিকিম ও কালিম্পং যাতায়াত করা যাচ্ছে না প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সোমবার যেখানে ধস নেমেছিল, সেই ২৯ মাইল এলাকার কাছাকাছি পাহাড় থেকে ধস নেমে এসেছে। পূর্ত দফতর রাস্তার ধস মুক্ত করতে একাধিক টিমকে কাজে নামিয়েছে।
গত সপ্তাহের শেষভাগে কালিম্পং শহরের উপকণ্ঠে ধস নামায় একজনের মৃত্যু হয়। এবার অবশ্য বসতি এলাকায় ক্ষয়ক্ষতির খবর নেই। তবে ২৯ মাইল এলাকায় কেন বারেবারে ধস নামছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পূর্ত দফতর।







































































































































