তালিবানের গুলির লড়াইয়ে কী শেষমেশ হার মানতে বাধ্য হল প্রতিরোধ বাহিনী? নাকি এখনও চলছে অস্তিত্বের লড়াই। যদিও পঞ্জশির তাদের দখলে বলে দাবি করছে তালিবান। এমনকি পঞ্জশির প্রতিরোধ বাহিনীর অন্যতম নেতৃত্বকারী নেতা আহমেদ মাসুদের বাড়িও দখল নিয়েছে তারা। সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এমনই এক ছবি। জানা গেছে, এই মুহূর্তে পঞ্জশিরে একটি গোপন ডেরায় আমরুল্লা সালেহ ও মাসুদ রয়েছেন।যদিও ‘ন্যাশানাল রেজিস্ট্যান্স ফোর্স অব আফগানিস্তান’-এর দাবি ‘তালিবানে পঞ্জশির দখলের দাবি মিথ্যা।এখনও সেখানে প্রতিরোধ বাহিনী রয়েছে। আমরা লড়াই করছি। আমরা আফগানদের প্রতিশ্রুতি দিচ্ছি, যত দিন না স্বাধীনতা ও নিজেদের অধিকার ফিরে পাব তত দিন লড়াই চলবে।’

আরও পড়ুন:তালিবানদের সঙ্গে লড়াইয়ে প্রাণ হারালেন মাসুদের মুখপাত্র ফাহিম দাস্তি, শোকস্তব্ধ পঞ্জশির
অন্যদিকে তালিবানের মুখপাত্র জাবিদুল্লাহ মুজাহিদ এ দিন সকালেই বলেন, “তালিবানরা পঞ্জশিরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে। আফগানিস্তানের কেবল এই অঞ্চলই দখল করে রেখেছিল প্রতিরোধ বাহিনী, এ দিন তাও ছিনিয়ে নেওয়া হয়েছে। পঞ্জশির দখলের মাধ্যমে আমরা গোটা দেশেই যুদ্ধের অবসান হল ”
তবে নর্দান অ্যালায়ান্সের দাবি যাই হোক না কেন, রবিবার যুদ্ধ শেষ করে শান্তির আলোচনায় তালিবানের সঙ্গে বসতে চেয়েছিলেন মাসুদ। যদিও সেই প্রস্তাব খারিজ করে তালিবান। সোমবার বেলা গড়াতেই পঞ্জশিরের সরকারি ভবনে তালিবানি পতাকা উড়তে দেখা যায়। আসতে থাকে বিক্ষিপ্ত হিংসার খবরও।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 





























































































































