শুভেন্দু অধিকারী যখন তদন্ত এড়াতে সিআইডিকে চিঠি দিচ্ছেন, তখন দিল্লির জামনগরের ইডির দফতরে সকাল ১১টা বাজার আগেই পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তদন্তকারীদের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী কণ্ঠে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বললেন, আমাকে ইডি ৬ সেপ্টেম্বর দিল্লি অফিসে উপস্থিত থাকার জন্য নোটিশ পাঠিয়েছিল। তাদের নির্দেশ মতোই আমি আজ উপস্থিত হয়েছি।
আরও পড়ুন:জল্পনাই সত্যি হলো, সিআইডি জেরা এড়ালেন শুভেন্দু
স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিল, পুরো বিষয়টির মধ্যে কোনও চক্রান্ত দেখছেন কিনা! সাংসদ অভিষেক স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ইডি তদন্ত করছে। ভারতের নাগরিক হওয়ার কারণে আমাদের সকলের উচিত তাদের সঙ্গে সহযোগিতা করা। বাকি বিষয়টা সাধারণ মানুষ ঠিক করবেন।
কয়লা কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরাকে ইডি তলব করে। রুজিরা দুই শিশু সন্তান ও কোভিড পরিস্থিতির কারণে তদন্তকারীদের অনুরোধ করেন কলকাতায় তাঁকে জিজ্ঞাসাবাদ করলে সুবিধা হয়। যদিও অভিষেক স্পষ্ট জানিয়ে দেন তিনি দিল্লি যাবেন এবং তদন্তের মুখোমুখি হবেন।































































































































