মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় জলপাইগুড়ি জেলায় এই প্রথম চালু হল পথবন্ধু ক্যাম্প। জলপাইগুড়ি টেকাটুলিতে পথবন্ধু ক্যাম্পের উদ্বোধন হল সোমবার। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত। এদিন টেকাটুলিতে এই ক্যাম্পের উদ্বোধনে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত, অ্যাডিশনাল এসপি ওয়াংডেন ভুটিয়া, ডিএসপি ক্রাইম বিক্রমজিত লামা, ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস, ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দী, হাই ওয়ে ট্রাফিক ওসি হোমেশ্বর পাল,মোস্তফা হোসেন, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ঝুলন সান্যাল, সদস্য মনোজ রায়, খাগড়াবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবলু রায় সহ প্রমুখরা। এদিন ফিতা কেটে পথ বন্ধু ক্যাম্পের উদ্বোধন করেন । ময়নাগুড়ি হাইওয়ে ট্রাফিক এবং ময়নাগুড়ি থানার উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়। জানা গেছে, ময়নাগুড়ির চারটি দুর্ঘটনা প্রবল বা ব্ল্যাক স্পট রয়েছে। রানীরহাট মোর ও টেকাটুলি, উল্লাডাবরি,ঝাঝাঙি এলাকায় পথবন্ধু প্রকল্প চালু করা হলো। জানা গেছে, যে সমস্ত এলাকা দুর্ঘটনা প্রবণ সেই সমস্ত এলাকায় আশেপাশের যুবকরা সেখানে স্বেচ্ছায় ডিউটি করবেন। প্রতিক্যাম্পে ১০ জন করে স্বেচ্ছাসেবক থাকবেন। তাদের কাজ হবে, দুর্ঘটনা ঘটলে সেই সমস্ত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা করা এবং গুরুতর হলে তৎক্ষণাৎ হাসপাতালে পৌঁছে দেওয়া। জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত এই পথ বন্ধু প্রকল্পের উদ্বোধন করলেন। এদিন ক্যাম্পের উদ্বোধনের পাশাপাশি একটি পথবন্ধুর অ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়। যারা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করবেন তাদের সচিত্র পরিচয় পত্র এবং একটি জ্যাকেট তুলে দেওয়া হয়। পথবন্ধু স্বেচ্ছাসেবক প্রণব রায় বলেন, “মূখ্যমন্ত্রী ঘোষণার পর ময়নাগুড়ির চারটি জায়গায় পথবন্ধু ক্যাম্প করা হয়। প্রত্যেক ক্যাম্পে দশজন করে নেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, ” জলপাইগুড়ি জেলায় মোট ৩০টি ব্ল্যাক স্পট আছে। তাদের মধ্যে ময়নাগুড়িতে চারটি ক্যাম্প করা হয়েছে।









































































































































