আচমকা আগুন লাগার ঘটনা ঘটল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যাকাডেমিক বিল্ডিংয়ে। এদিন সকালে মেডিক্যাল কলেজের অ্যাকাডেমিক বিল্ডিংয়ে খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
আরও পড়ুন:ফের ধস কালিম্পঙে, আপাতত বন্ধ শিলিগুড়ি-সিকিম সড়ক যোগাযোগ
জানা গেছে সোমবার সকাল সোয়া ১১টা নাগাদ আচমকা অ্যাকাডেমিক বিল্ডিং থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। নিমেষে চারিদিকে ছেয়ে যায় ঘন কালো ধোঁয়া। ধোঁয়া দেখেই দমকল বাহিনীকে খবর দেন হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর তড়িঘড়ি সেখানে আসে দমকলের দুটি ইঞ্জিন। অ্যাকাডেমিক বিল্ডিয়ের বাইরে বেরিয়ে আসেন সকলেই। দমকল বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কী থেকে এই আগুন তা খতিয়ে দেখছে পুলিশ।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 





























































































































