কাল ভবানীভবনে শুভেন্দুকে জেরা, আসবেন না এড়াবেন? প্রশ্ন রাজনৈতিক মহলে

0
1

প্রাক্তন দেহরক্ষীর অস্বভাবিক মৃত্যু মামলায় কাল, সোমবার জেরার মুখোমুখি হতে চলেছেন শুভেন্দু অধিকারী। সোমবার দুপুর বারোটায় ভবানী ভবনে হাজিরা দেওয়ার কথা। প্রশ্ন হচ্ছে শুভেন্দু আসবেন তো! নাকি কোনও এক অজুহাতে জেরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কিংবা সময় নেবেন? শুভেন্দুর আসা নিয়ে জল্পনা তুঙ্গে।

শনিবারই শুভেন্দু অধিকারীর কাছে নোটিশ পাঠায় সিআইডি। প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর রহস্য মৃত্যু নিয়ে ইতিমধ্যে কাঁথি থানায় অভিযোগ দায়ের হয়েছে। সিআইডি ঘটনাস্থলে গিয়ে তদন্তও করেছে। প্রয়াত শুভব্রতর স্ত্রীর পক্ষে ইতিমধ্যে অভিযোগ জমা পড়েছে।

 

সিআইডি সূত্রে খবর, ইতিমধ্যে প্রামান্য তথ্য সংগ্রহ করে ৪৩ পাতার প্রশ্নাবলী তৈরি করা হয়েছে। সিআইডির ৫জনের একটি স্পেশাল ইন্টারগেশন টিম তৈরি করা হয়েছে, যারা জেরা করবেন। বেশ কিছু তথ্য গোয়েন্দাদের হাতে এসেছে, যার ভিত্তিতেই জেরা পর্ব।

advt 19