খারাপ আলোর কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হল ভারত-ইংল্যান্ড ( India-England) চতুর্থ টেস্টের তৃতীয় দিনের খেলা। দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ২৭০ দাঁড়িয়ে টিম ইন্ডিয়া। ১৭১ রানে এগিয়ে বিরাট কোহলির দল। ম্যাচে এদিন শতরান রোহিত শর্মার। দেশের বাইরে এটিই রোহিতের প্রথম শতরান।

ম্যাচে এদিন শুরু থেকেই দাপট দেখায় ভারতের ওপেনার জুটি। ১২৭ রান করেন রোহিত। ৪৬ রান করেন কে এল রাহুল। ৬১ রান করেন চেতেশ্বর পুজারা। ভারতের হয়ে এখন ক্রিজে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। ২২ রানে কোহলি। ৯ রানে জাড্ডু। ইংল্যান্ডের হয়ে দুটি উইকেট নেন ওলি রবিনসন। একটি উইকেট নেন জেমস অ্যান্ডারসন।
আরও পড়ুন:দলবদলে একের পর এক চমক এসসি ইস্টবেঙ্গলের, সই করলেন নাওরেম, অঙ্কিত








































































































































