ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার কয়েক কোটির সোনার বিস্কুট

0
1

বসিরহাট মহাকুমার স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার হল কয়েক কোটির সোনার বিস্কুট। পলাতক অভিযুক্ত।
শনিবার গভীর রাতে বাংলাদেশ থেকে এক পাচারকারী সোনার বিস্কুট নিয়ে এদেশে ঢুকছিল বলে জানিয়েছে বিএসএফ।  সেই সময়, ১১২,নম্বর ব্যাটেলিয়ান সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হয় ওই ব্যক্তিকে দেখে।
বিএসএফ ওই ব্যক্তির কাছে যেতেই সোনার বিস্কুটের প্যাকেট ফেলে পালিয়ে যায় সে। ফেলে যাওয়া প্যাকেট বাজেয়াপ্ত করে বিএসএফ। তার থেকে উদ্ধার হয়েছে ২৪ টি সোনার বিস্কুট। যার ওজন ২ কেজি ৬০০গ্রাম। বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। এই সোনার বিস্কুট বাংলাদেশ থেকে ভারতে অবৈধ ভাবে ঢুকছিল।
সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা সোনার বিস্কুট গুলো ঘোজাডাঙ্গা শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে। এর সঙ্গে আন্তর্জাতিক কোনও পাচার চক্রের যোগ রয়েছে কিনা সেটা খতিয়ে দেখছে বিএসএফ ।

 

advt 19